ফ্যাক্ট চেক: গুয়াহাটির সিলিন্ডার বিস্ফোরণের ভিডিও ছড়ানো হল আগরতলায় সিএনজি গাড়ির দুর্ঘটনা বলে

作者:वेथर टुडे 来源:मौसम आज का 浏览: 【】 发布时间:2023-09-25 05:06:11 评论数:
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়ভাইরাল হয়েছে। ২৮ সেকেন্ডের এই ভিডিওটি কোনও ফ্লাইওভারের উপর থেকে রেকর্ড করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে এটি ত্রিপুরার ঘটনা বলে দাবি করছেন সোশ্য়াল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ।ভাইরাল ভিডিওটিতে ফ্লাইওভারের নীচে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই বিকট আওয়াজের সঙ্গে আগুনের হলকা ছড়িয়ে বিস্ফোরণটি ঘটছে। ভিডিওটি শেয়ার করে জনৈক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,ফ্যাক্টচেকগুয়াহাটিরসিলিন্ডারবিস্ফোরণেরভিডিওছড়ানোহলআগরতলায়সিএনজিগাড়িরদুর্ঘটনাবলে "আগরতলা সিএনজি গাড়িতে আগুন।"ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে ভাইরাল ভিডিওতে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। প্রথমত, এটি আগরতলার ঘটনা নয়। দ্বিতীয়ত, এই ঘটনায় কোনও সিএনজি গাড়িতে আগুনের ঘটনাও নয়।সবার প্রথম আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজার চেষ্টা করি যে আগরতলায় সিএনজি গাড়িতে আগুন লেগে বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেছে কিনা। কিন্তু বিশ্বাসযোগ্য এমন কোনও সংবাদ মাধ্যমের প্রতিবেদন আমরা খুঁজে পাইনি।এরপর ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে আমরা তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন ওই একই ২৮ সেকেন্ডের ভিডিও আমরা একটি ইউটিউব চ্য়ানেলে দেখতে পাই। ভিডিওটির বিবরণে এই ঘটনাটি অসমের গুয়াহাটি শহরের ভাঙাঘরের ঘটনা বলে উল্লেখ পায়।এরপর আমরা কিওয়ার্ড সার্চ করি ও দেখতে পাই যে গতকাল, অর্থাৎ ২০ অগস্ট গুয়াহাটির ভাঙাঘর চত্বরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে একটি বিরিয়ানির দোকানে আগুন লেগে ও পরবর্তী সময় সিলিন্ডার ফেটে সেই আগুন ছড়িয়ে পড়ে।একটি প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি।উত্তর-পূর্বের সংবাদ মাধ্যম লেখা হয়, সংশ্লিষ্ট বিরিয়ানির দোকানটিতে পরপর দুটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দমকল ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।ইস্ট মোজোর ইউটিউব চ্যানেলে এই অগ্নিকাণ্ডে ভিডিও প্রকাশ পায় যা ফ্লাইওভারটির উল্টোদিকে, নীচে রাস্তার উপর থেকে রেকর্ড করা হয়েছিল। ভিডিওটি দেখতে পরিষ্কার হয়ে যায় যে উভয়ই একই জায়গার ঘটনা।এর থেকে এটাও কার্যত প্রমাণ হয় যে গুয়াহাটির এই ঘটনাকে আগরতলার দাবি করে তা বিভ্রান্তিকর বক্তব্য-সহ ছড়ানো হচ্ছে।ভিডিওটি ত্রিপুরার রাজধানী আগরতলার যেখানে সিএনজি গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ হয়।ভিডিওটি আসলে অসমের গুয়াহাটি শহরের। গত ২০ অগস্ট ভাঙাঘর এলাকায় একটি বিরিয়ানির দোকানে আগুন লেগে দুটি সিলিন্ডার ফেটে যায়।

最近更新